আমিনুল ইসলাম রনি আমিন কক্সবাজার
********************
নতুন বছর কড়া নেড়ে
দিচ্ছে যখন ডাক,
দরজা খোলার সাথে সাথে
জানায় সু -প্রভাত।
জমানো সব কষ্ট ভুলে
নতুন পথে চলো
রঙ্গিন স্বপ্ন দেখো আজি
পাওনি কি -তা ভুলো।
পাওনী যাহা ভাগ্যে তাহা
পেলেও হতো মন্দ
আশার আলো জ্বালো এবার
নিরাশ করো বন্ধ।
সব হারিয়েও অনেকে তো
থাকেন মহা খুশি
আমার হয়তো পাওয়ার চেয়ে
চাওয়াই ছিল বেশি!
যা পেয়েছি কি দিয়েছি
রুগ্ন সমাজটারে?
ঘুনে ধরা সমাজ টা যে
কাঁপছে কাতর জ্বরে!
এই বছরটায় আমরা সবে
গাইবো জয়ের গান,
বছর ভরে আনবো বয়ে
হাজারটা সম্মান।।