সিলেট বিভাগীয় ব্যুরো:
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আলহাজ্ব মাও: আবুল হেসেন শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক মাও: আনোয়ার হোসেন জুয়েল নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী ক্বারী মাও:আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক মাও: আনোয়ার হোসেন জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ১০৪ সদস্য বিশিষ্ট সিলেট জেলা বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কমিটি ঘোষনা করেন।
সিলেট জেলা কমিটিতে সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি শেখ মো: আল আমীন সংগ্রামীকে সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদ কে সাধারণ সম্পাদক এবং আল আমিন প্রতিবাদীকে সাংগঠনিক সম্পাদক, পীর মাও: আব্দুল জলিল কে কার্যকরী সভাপতি ও মাও: অলিউর রহমান কে সিনিয়র সহ সভাপতি করে ১০৪ সদস্যের সিলেট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি শেখ মো: আল আমীন সংগ্রামী বলেন- আমি সিলেটের আওয়ামী ওলামালীগের সকল সাংগঠনিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহণ করেছি, অতীতে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল আন্দোলন সংগ্রামে পূর্বে ও রাজপথে ছিলাম, বর্তমানে ও আছি আর ভবিষ্যতে ও বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে পূর্বের ন্যায় নির্যাতনের শিকার হতে হলে এক পা পিছ পা হবো না ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,আমার সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি সিলেটের সকল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সহযোগিতা কামনা করেন।