নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী ২বাউফল আসনের কালাইয়া বাজার, কাজীপাড়া, বিলবিলাশ বাজরে আজ ২ রা জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মনোনীত সোনালী আজ প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাহাবুল আলম সবুজ। ৭ জানুয়ারী ২০২৪ অনুষ্টিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাহাবুবুল আলম সবুজ মঙ্গলবার ভোর হতে সারাদিন ব্যাপক গণ সংযোগ, পথ সভা ও অনেকগুলো উঠোন বৈঠক করেন। পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু বক্কর, বেলাল হোসেন, আসাদুজ্জামান জনি, রনি, সবুজ মাহবুব হোসেন, মাহাবুর রহমান চৌধুরী প্রমুখ। তিনি বাউফল বাসীর নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। গণসংযোগকালে এলাকার নারী ও তরুণ প্রজন্মের ভোটাররা সোনালী আঁশ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন বলে তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরেন ।
তিনি আরও বলেন বিগত কয়েক বছর ধরে নির্বাচনী এলাকার ব্যক্তিগত ভাবে ব্যাপক যোগাযোগ ও মতামত গ্রহণ করে ভোটারদের আশ্বাসের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। তিনি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে বিস্ময় প্রকাশ করে বলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে।
তিনি সংবিধান, গণতন্ত্র সুরক্ষা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বেকারত্ব মুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চান। সাধারণ মানুষ তাকে সব সময় কাছে পাবে প্রত্যয় ব্যাক্ত করে বলেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মানবাধিকার কর্মী,, আমি সাধারণ জনগণের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে রেমিটেন্স যোদ্ধারা ও নারী শ্রমিকরা যথাযত ও প্রাপ্য সম্মান হতে বঞ্চিত হচ্ছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন,নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্খিত ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে ভোটারদেরকে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়, তাহলে সাধারন ও নারী ভোটার, নতুন প্রজন্মের ভোটারসহ ৭০ ভাগ ভোটারের অধিকাংশই সোনালী আঁশ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবে। ভোটারদের উচ্ছ্বাস দেখে তিনি আশাবাদী পটুয়াখালী ২ আসনে সোনালী আঁশ প্রতীক এর পক্ষে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হবেন।