আপনজন সকল ছেড়ে
জীবন পণ বাজি ধরে।
বঙ্গবন্ধর সোনার বাংলা
এনেছি যুদ্ধ করে।
এত সুন্দর দেশ মাগো
পেলাম তোমার মাঝে।
ছয় ঋতুর বাংলাদেশ
নানান রুপে সাজে
স্বপ্ন সুখের মিলন মেলা
চাই জীবন ভরে
বঙ্গবন্ধুর সোনার বাংলা
এনেছি যুদ্ধ করে।
*নিবেদিত এমন নেতা
বঙ্গবন্ধু জাতির পিতা
যার তুলনা নাই।
পথভ্রষ্ট মিরজাফর
কেড়ে নিলো তার জীবন
সুখ পুড়ে ছাই।
কলংকিত হলো দেশ
নেই এখন পরিবেশ
টিকে থাকা দায়।
কে শুনে কার কথা
নাই কারো মাথা ব্যাথা
সবাই নিজের তরে।
*যাদের তরে বাংলাদেশ
চলার গতি এমনি শেষ
শুনেনা আর কথা।
আলবদর আর রাজাকার
তারাই ভুয়া মুক্তিযোদ্ধা
রাজনৈতিক নেতা।
দ্রব্য মুল্যের উর্ধ্বগতি
আমলাদের বাণিজ্যনীতি
তাই এমন পরিণতি।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ
জবাব দিহির নেই লেশ
কে কার উপরে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা
এনেছি যুদ্ধ করে।
*রচনাঃ বীর মুক্তিযোদ্ধা কাজী হাফিজুর রহমান।
মহাসচিব হিউম্যান রাইটস সোসাইটি। ঢাকা।