আহমেদ হোসাইন ছানু, নিজস্ব প্রতিবেদক।
দেশের প্রতিকূল পরিস্থিতি মধ্যেও প্রতি মাসের ন্যায় এবারও আমল-আমেলিয়াত, ইবাদত, বন্দেগী, মিলাদ-কিয়াম, নাতে রাসুল, দুরূদে মোস্তাফা (সা:) এবং উত্তম তোবারক এর মাধ্যমে অত্যন্ত জাক-জমক পূর্ণ ভাবে পবিত্র মাসিক ১১ শরীফের মেহফিল ২৫ ডিসেম্বর ২০২৪ রাতে অনুষ্ঠিত হয়েছে
উক্ত মেহফিলে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন, শিক্ষাবিদ, পরমাণু বিজ্ঞানী, বরেণ্য শিক্ষাবিদ রাজনীতিবিদ শিল্পী , কবি, নজরুল গবেষক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি, বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তা, ব্যাবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাক্তি বর্গ।
এখানে বিশেষ উল্লেখযোগ্য যে দরবারে ইবাদত-বন্দেগির পাশা-পাশি মেহমান নেওয়াজির প্রতি অত্যন্ত যত্নশীল কেননা মেহমান নেওয়াজি আবজাল ইবাদত।
এখানে আরো উল্লেখ্য যে গত ৮৫ বছরের অধিক কাল যাবত অত্যন্ত ইবাদত ও বান্দেগি এবং জাক-জমক ভাবে, নিয়মিত পবিত্র মাসিক ১১ শরীফ পালন করে আসছেন।
মুনাজাতের সময় বিশিষ্ট সুফী স্কলার বরেণ্য শিল্পপতি ও সমাজসেবক হযরত শাহ সুফি সাঈদ আনোয়ার মোবারকী আল কাদরী, চিশতী, নকশেবন্দী, মুজাদ্দিদ, ফেরদৌসী, আশ্রাফী দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করে বলেন
আল্লাহ পাক তুমি তোমার প্রিয় হাবিবের সাদকায় আমাদের এই খেদমত কে কবুল ও মঞ্জুর করো এবং আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাও। আমিন সুম্মা-আমিন।
পবিত্র ১১ শরীফ শেষে বাংলাদেশ বন্ধু সমাজের পক্ষ থেকে সভাপতি এফ আহমেদ খান রাজিব, মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর ডক্টর শহীদ মঞ্জু ও ডক্টর শরীফ সাকী আগামী ৩১ শে ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে কৃতজ্ঞতা প্রকাশ দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বিশ্ববাসীর কল্যাণ কামনায় কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও মুনাজাত পরিচালনা করবার জন্য হযরত শাহ সুফি সাঈদ আনোয়ার মোবারকী আল কাদরী, চিশতী, নকশেবন্দী, মুজাদ্দিদ, ফেরদৌসী, আশ্রাফী সাহেব কে আমন্ত্রণ পত্র হস্তান্তর করা হয়।
দাওয়াত কবুল করে তিনি বলেন থার্টি ফাস্টনাইট নামে সারা পৃথিবীতে অশ্লীলতা ও বেহায়াপনা আর নয় বরং আমরা কৃতজ্ঞতা প্রকাশ তথা মহান প্রভুর শুকর গুজারি জ্ঞাপন করতে চাই।