মোঃ সাহাবুল আলম নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নের চৌমহন গ্রামে রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আপন ফুফাতো ও মামাতো ভাই বোন বাড়ির মধ্যে খেলাধুলা করছিলো, বাচ্ছার মা খেলাধুলা অবস্থায় রেখে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশু মা মনে করেছে হয়তো বাচ্চা দুটি উঠানেই খেলাধুলা করছে বেশ কিছুক্ষণ পরে দেখেন বাচ্চা দুটি উঠানে আর নেই,তখন তারা চারিদিকে খুঁজতে থাকে , কিন্তু বাচ্চা দুটি সকলের অগোচরে খেলতে খেলতে কখন যে পুকুরের পানিতে পড়ে গেছে তা কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় যে বাচ্চা দুটি পুকুরের পানিতে ভাসছে।পরে স্থানীয় লোকজন শিশুদুটিকে উদ্ধার করে বড়ইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দিদিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটি হল আপন মামাতো ও ফুপাতো ভাই বোন একজন হল চৌমহন গ্রামের সোহেল হোসেনের ছেলে আনাফ (৬) এবং তার আপন বোনের মেয়ে হুমায়রা খাতুন পিতা নয়ন হোসেন গ্রাম ভাঙ্গুরা ফরিদপুর।