তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো
সিলেট জেলার গোলাপগন্জ থানার হেতিমগন্জের সুনা মিয়ার ছেলে দুবাই প্রবাসী রাজনের জন্মদিন আজ ২৩ শে ডিসম্বর। রাজন প্রবাস থেকে তাহার জন্মদিনে আত্নীয় স্বজন ও দেশবাসী সহ সকলের দোয়া চেয়েছেন,তিনি বলেন সকলের কাছে আমার জন্মদিনে দোয়া প্রার্থনা করছি। আর প্রবাসে থেকেও দেশবাসীর কথা বারবার মনে পড়ে, একটা মূহুর্ত ও ভুলে থাকতে পারেন না তিনি।