স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী।উত্তরবঙ্গের অক্সফোর্ড নামক বিদ্যাপীঠ কারমাইকেলের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্রলীগের ইতিহাস বিভাগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা পরিচিত মুখ, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
গণমাধ্যম কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকারে দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি :লালন সরকার, দৈনিক আজকের বসুন্ধরা, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি : মো:এনামুল হক,প্রতিদিনের কাগজ, বিশেষ প্রতিনিধি : মোঃ আশরাফুল আলম সরকার, একুশে নিউজ ও সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখা গাজীপুর। গ্রাম্য নারীদের কলসি মার্কা নিয়ে ভোট করেন রিতু আক্তার (২০১৯ সালে ) দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, বিপুল ভোটে নির্বাচিত হন রিতু আক্তার। নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম দেখে বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বভার অর্পণ করা হয়। জনগণের ভোটে জয় হওয়ার পর থেকেই গরিব-দুঃখী মেহনতী মানুষের পাশে থাকে রিতু আক্তার। দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় রোগীদের সাথে গড়ে তোলেন মধুর সম্পর্ক। খোঁজখবর রাখেন ডাক্তারদের সাথে।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার। মুমূর্ষ রোগীদের রক্তদানের সেবা দেওয়াই তার মুখ্য লক্ষ্য হয়ে দাঁড়ায়। যুবসমাজ রিতু আক্তারের এমন ভালো কার্যক্রম দেখে আগ্রহী হয়ে যান। তার সাথে কাজ করার জন্য ছুটে আসেন। বিভিন্ন সুপারিশ নিয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন রিতু আক্তার। মহিলা ভাইস চেয়ারম্যান এক সাক্ষাৎকারে বলেন,”আমি মূলত স্বেচ্ছাসেবি প্ল্যাটফর্ম থেকে উঠে আসা জনপ্রতিনিধি। মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস দীর্ঘদিনের। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষগুলো যখন তাদের সুখ-দুঃখ শেয়ার করে তখনকার আত্মতৃপ্তি বলে বোঝানোর মত নয়। মূলত মানুষের সুখে দুখে বিপদে আপদে পাশে দাঁড়ানোর মধ্যে আমার অন্তর সুখ নিহিত রয়েছে।