সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মন্দিরের আড়ালে ইমারত নির্মান নিয়ে ও নিউজ কালেকশন করতে গিয়ে হেনস্তার শিকার গণমাধ্যম কর্মী। শাখারী বাজার ১৩৫ নং হোল্ডিং-এ শ্রীশ্রী মহাকাল শিব বিগ্রহ শ্রীশ্রী কালী বিগ্রহ নামক মন্দিরে সেবায়েত: শ্রী নন্দ দুলাল ধর ব্রক্ষ্মচাড়ী ওরফে দুলাল সাধু নামক এক জনৈক মন্দিরের আড়ালে অবৈধভাবে বিনা রাজউক এর অনুমতিতে ইমারত করছেন এবং তা হেরিটেজ ট্রাস্টে করা জায়গা।
এই আলোকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুলাল সাধু ইমারত তৈরী করার সরকারী রাজউক অনুমতি পত্র দেখাতে ব্যার্থ হন এমনকি দখলকৃত ভূমির কোন দলিলপত্র উনার কাছে ছিল না। উনার এবং উনার রক্ষীবাহিনীর মতে মন্দির বা মসজিদের কোন অনুমতি পত্র লাগে না সরকারের কাছ থেকে।
পরবর্তীতে প্রশ্নউত্তর পর্বে না পেরে উঠে দুলাল সাধুর রক্ষীবাহিনীর বাধার সম্মুখে ও হেনস্ত এর শিকার এ পরতে হয় অনুসন্ধানী মূলক গণমাধ্যম কর্মী সাবেক চ্যানেল টুয়েন্টি ওয়ান বাংলা টিভি ও জাতীয় সাংবাদিক ক্লাব এর প্রচার সম্পাদক ও জাতীয় সংবাদ সংসার সদস্য দেবাশীষ মজুমদার দিপু এবং নব দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল খান ও দিগন্ত ধারা পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত কুমার চক্রবর্তী
জমির আসল দলিলপত্র ফটোকপি এবং থানা ইনফরমেশন করে যাওয়ার পরেও তিনি গণমাধ্যমকর্মীদের উপর অহেতুক ভাবে হঠাৎ আক্রমণ চালানোর চেষ্টা চালায় এবং এক পর্যায়ে সিমেন্ট ও ইটের শুকরি ছুরেন