আবুল বাশার নবীগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে থালা বাসন ধুতে গিয়ে পুকুরে ডুবে শেলি বেগম নামের এক কিশোরী মারা গেছে। সে হই গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঘরের থালা বাসন ধুতে পুকুরে যায়। এ সময় অসাবধনতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এস আই তরিকুল ইসলাম লাশের সুরতহাল করেন। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সে মৃগী রোগী ছিলো। তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।