ইমরান সরকার:-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে পলাশবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে এক শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে ২০২৫) বাদ মাগরিব পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি বলেন “দেশে ইসলাম প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় আওয়ামী লীগ ছিল। আজ তাদের নিষিদ্ধ ঘোষণায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এ বিজয় আল্লাহর পক্ষ থেকে মুজাহিদদের জন্য পুরস্কার।”
উপজেলা জামায়াতের আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, “আওয়ামী লীগ দেশের ইসলামপন্থীদের কণ্ঠ রোধ করেছিল। আজ তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সত্য ও ইনসাফের রাজনীতি আবার মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ।”
সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাস্টার আবু তালেব সরকার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের নেতা-কর্মীরা অন্যায়ভাবে কারাবরণ করেছে। তাদের ত্যাগের ফলেই আজ এই শুভ দিন দেখতে পাচ্ছি। সামনে আমাদের আরও বড় দায়িত্ব, জাতিকে ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতে হবে।”