মহসিন আলম মুহিন
মন চায় পাখি হয়ে উড়তে-
মন চায় সাথীকে নিয়ে মনের মতো ঘুরতে।।
মন চায় ছুটে চলি মনের যত কথা তারে বলি-
মন চায় দুঃখ ভুলে নতুন পথে-দুজন চলি।।
মন চায় খোলা খোলা আকাশে চলি দুজনে ভেসে-
মন চায় চাপা কান্না লুকিয়ে-চলি মুচকি হেসে।।
মন চায় হেথা চলে যাই-যেথা নাই ঝগড়া, কোলাহল-
মন চায় ঘুরি সবুজ পাহাড়ে-যেথা আছে হিমাচল।।
মন চায় পাতার নীড়ে বাঁধি সুখের ঘর-
মন চায় বেড়াই দুজনে-যেথা নতুন বালুচর।।
মন চায় জীবনটা উঠুক ভরে সুখ আর শান্তিতে-
মন চায় কখনো আশা না থামুক-সীমাহীন ভ্রান্তিতে।।
মন চায় দুজনে বৃষ্টিতে ভিঁজে জুড়াই মন প্রাণ-
মন চায় জনম জনমের সাথী হয়ে-গাই মিলনের গান।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯