আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে আল্লামা আবদুল গফ্ফার (রহ.) ছাত্র সংসদের উদ্যোগে সাপ্তাহিক সভার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১ মে) বৃহস্পতিবার ফয়জে আম মুনশি বাজার মাদরাসায় মিলনায়তনে এ সাপ্তাহিক সভার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।সহকারী পরিচালক মুফতি আব্দুল হান্নান -এর সভাপতিত্বে ও আবদুল গফ্ফার (রহ.) ছাত্র সংসদের সেক্রেটারি আজাদ আহমদের পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফয়জে আম মুনশি বাজার মাদরাসার স্বনামধন্য শায়খুল হাদীস মুফতি মাহমুদ আহমদ, আল গফ্ফার ছাত্র সংসদের সভাপতি ।মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইলসহ ফয়জে আম মুনশি বাজার মাদরাসার সকল শিক্ষক ও ছাত্র বৃন্দ।সভায় ইসলামী শিক্ষা ও নৈতিকতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আম মুনশি বাজার মাদরাসার স্বনাধন্য মুহাদ্দিস মাওলানা রিয়াজ উদ্দিন চাপঘাটি, তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র জীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমেই আমরা দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারি।তার এমন বক্তব্যে উপস্থিত ছাত্রদের মাঝে উৎসাহ-উদ্দীপনা এবং ইসলামী চেতনা জাগরণের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।আলোচনা শেষে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।