রাশেদ ইসলাম, জেলা প্রতিনিধি, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে টানা ৮৪ দিন পরে এক বৃদ্ধের হত্যার রহস্যে উদঘাটন করা হয়েছে।
জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের, ছিলিমপুর গ্রামের, রজ্জব আলী(৬০) পেশায় ছিলেন একজন ভ্যান চালক ও পুকুরের পাহারাদার। গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রাতের খাবার খান।
এরপর তিনি ওই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিমপাড়ায় অবস্থিত বড়পুকুরে পাহারা দিতে বাড়ি থেকে চলে যান। পরের দিন ২২ ডিসেম্বর সকালে ওই বড়পুকুরের পানি থেকে তাঁর ভাসমান লাশ এলাকাবাসী দেখতে পেয়ে উদ্ধার করে।
পরিবারের সদস্যরা প্রথমে মৃত্যুকে স্বাভাবিক মনে করলেও পরবর্তীতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মনে করে কালাই থানা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
পরে কালাই থানা পুলিশ রজ্জব আলীর ময়না তদন্তের রিপোর্টের মাধ্যমে জানতে পারেন- এটি কোন সাধারণ মৃত্যু নয়। বরং এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি ভিকটিমের (রজ্জব আলী)র স্ত্রী জামেনা বেগমকে জানানো হয়।
এরপর গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জামেনা বেগম বাদী হয়ে কালাই থানায় একটি হ ত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে ভিকটিম(রজ্জব আলী)র হ ত্যা কারী আর কেউ না রজ্জব আলীর পুত্র শাহীন মণ্ডল(৩৮)। জয়পুরহাট জেলা পুলিশের একটি টিম সহ গত বৃহস্পতিবার রাতে রজ্জব আলীর পুত্রকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর গতকাল শুক্রবার বিকেলে তাঁকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করে জবানবন্দি দেন।
শনিবার বিকেলে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কালাই থানা পুলিশের সুত্রে ও জেলা পুলিশ সুপার আবদুল ওয়াহাব প্রেস বিজ্ঞপ্তিতে আর জানান,সম্প্রতি মৃত্যু রজব আলীর মামলাটি তদন্তাধীন আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।