মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ।
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল প্রবাসী আকরাম শেখ নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার ১২ মার্চ সন্ধার সময় এই দূর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায় ,দীর্ঘ দিন ধরে হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে দন্ড ঝামেলা চলছিল। সেই ঝামেলা সুত্র ধরে ১২ মার্চ বুধবার ইফতারে পর হেকমত শেখ এর প্রবাসী ছেলে আকরাম শেখ চা খাওয়ার জন্য তফসিরের চা এর দোকানে যায়। সেখানে চা খাওয়ার জন্য বসে এবং চা খাই, খাওয়ার সময় পেছনের দিক থেকে আনসার জমাদ্দারের লোকজন তাকে ১৫/ ২০ আতর্কিত হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।