ভোলা প্রতিবেক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার ঘুইংঘারহাট বাজারে অদ্য ১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মেসার্স ফাতেমা মেডিকেল হল কে ৫’হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় মুন্না ফুড কর্নারকে ১’হাজার টাকা সর্বমোট দৌলতখানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহযোগিতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) তদারকি সম্পর্কে জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছেন এবং কোনো অসাধু ব্যবসায়ী যেনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে তাহার জন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।