শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র দিনমজুর মহিদুল ইসলাম জটিল রোগে আক্রান্ত ও আর্থিক সাহায্যের আবেদন।
গত ২৮/০৮/২০২২ইং তারিখে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে দু-পায়ের চিকিৎসা করে এখন দিশেহারা দিনমজুর মহিদুল ইসলাম। ডা: মুরাদ এর নিকট দীর্ঘদিন চিকিৎসা করার পর চিকিৎসক জানান তার দু-পায়ে ভাসকুলার নামক এক প্রকার রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে দিন যতই যাচ্ছে তার পায়ের ততোই ক্ষতিসাধন হচ্ছে। দির্ঘদিন চিকিৎসা করে সবকিছু হারিয়ে এখন মহিদুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছে। ডা: মুরাদ জানিয়েছেন, তার দুই পা কেটে ফেলতে হবে। এছাড়া আর কোন উপাই নেই। কিন্তু মহিদুল ইসলাম অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। এখন দু পা নিয়ে বিছানায় পড়ে রয়েছেন। তার চিকিৎসা করতে প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ/ নগদ ০১৭৬২-৭৮৯৪৬৪। বৃত্তবানেরা সাহায্য করলে দিনমজুর মহিদুল ইসলাম বাঁচতে পারে।