মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক ও চোরের বিরুদ্ধে ফুসে উঠলেন গ্রামবাসী। তাদের স্লোগান হচ্ছে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোর গ্রাম ছাড়বে নয়তো গ্রামবাসী ছাড়বে।
এই স্লোগান নিয়ে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড আতাদী চরকান্দা গ্রামের মুন্সিবাড়ি ঈদগাহ মাদ্রাসা মাঠে মানিক মাতুব্বরের সভাপতিত্বে মাদক ও চোরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও রেলি করেছেন গ্রামবাসী।
গ্রামবাসী মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও চোরদের অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরে আসতে আল্টিমেটাম দেন। ওই গ্রামে আর কোন মাদক ব্যবসা, মাদক সেবন ও চুরির ঘটনা ঘটলে তাদেরকে দেশছাড়া করার ঘোষণা দেন। এসময়
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসা ও চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। মাদকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সেখানে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা এসময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন কেউ যদি মাদকের সাথে এবং চুরির সাথে জড়িত থাকে তাহলে তাকে এলাকা থেকে চলে যেতে হবে। অন্যথায় গ্রামবাসী তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ঐ এলাকার কিছু চোর বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এঘটনায় ঐ এলাকার মানুষ দুইদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। সেই ঘটনায় এলাকার চোরদের বাড়িঘর ভাংচুর করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষনা দেন