আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিষয় ভিত্তিক এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদানের উদ্দেশ্য নিয়ে মেরিট প্লাস একাডেমির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামের বিপরীত পার্শ্বে উত্তর চকযদু আদর্শ পাড়া এলাকায় একাডেমির উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ধামইরহাট এম.এম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক হিসাব রক্ষক সাদেকুল ইসলাম, আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোকারম হোসেন, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আফজাল হোসেন, ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মো. শরিফুল ইসলাম, পরিচালক মো. শাকিল আহমেদ প্রমুখ। দেশ ও দশের কল্যাণে মান সম্মত শিক্ষার্থী তৈরী করে শিক্ষিত ও উন্নত জাতি গঠনই আমাদের লক্ষ বলে জানান আয়োজকবৃন্দ।