(এস,এম,আলতাব হোসেন –বিশেষ প্রতিনিধি)-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী আশ্রয় প্রকল্পে kR Family এর অর্থায়নে আশ্রয় প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে মিলনমেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন” স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন।”উক্ত অনুষ্ঠানে বি়ভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য ও সাংস্কৃতিক বিষয়ের সাথে মিল রেখে অংশ নেয় আশ্রয় প্রকল্পের শিশু, কিশোর -কিশোরীরা ও অবিভাবকরা।Founder-এস,এম, বাহাদুর আলীকে প্রশ্ন করলে -তিনি বলেন যে, -আমাদের এই প্রকল্প থেকে দুঃস্থ, অসহায়, গরীব লোকদেরকে আমরা বিভিন্ন সাহায্য ও সহায়তা দিয়ে থাকি। যেমন -গরু,ছাগল, হাঁস-মুরগি ও অর্থ।আরো অনেক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য দেন। আরো উপস্থিত ছিল উক্ত প্রকল্পের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। জনাব মোঃ লিখন, সাকিম,মৌ,শাপিল,জান্নাত, রিয়া ও যিলমী প্রমুক।প্রতিযোগিতার শেষে উপস্থিত সকলকে খাবারের আমন্ত্রণ জানান। তারপর বিজয়ীদেরকে অর্জিত পুরস্কার তুলে দেন। উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের আয়োজন মেলা।