হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার:
৫ই আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান হলে আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে আশ্রয় নেয়। নোবেল শান্তি বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুছ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তবর্তীকালীন সরকার কিছু সংস্কার গ্রহণে সিদ্ধান্ত নিলে দেশের আপামর জনসাধারণ তা সাধুবাদ জানাই। কিন্তু দিনদিন দেশের আর্থসামাজিক অবস্থার অবনয়ন ঘটে। দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পেতে পেতে সাধারণ জনগণের নাগালের বাহিরে চলে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে দিনদিন হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতনের মত ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে দরকার একটি নির্বাচিত সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য ইউনুস সরকারকে বারবার তাগিদ দেওয়া হলেও তিনি কোন কর্ণপাত না করে সংস্কারের নামে নিজেদের অবস্থা পাকা পক্ত করার পায়তারা করছে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এক সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মোঃ হারুন অর রশিদ হারুন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুল রহমান চন্দন। সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
২২ ফেব্রুয়ারী, ২০২৫, শনিবার, ৩ঘটিকায় শহীদ ডাঃ আবুল কাশেদ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ অতিসত্বর প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নাগাম টেনে ধরার আহ্বান জানান। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির কথা উল্লেখ করে বলেন একজন নির্বাচিত সরকারই পারে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে সাজা নিশ্চিত করণের আহ্বান জানান। বক্তারা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।