মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিউমার্কেট উদীচী অফিসে অমর একুশ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা উদীচীর সভাপতি ড. সুধাময় দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই সূচনা সংগীত পরিবেশন করেন উদীচী শেরপুরের সহ-সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী মোঃ দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।
পরে আলোচনায় অংশ নেন উদীচীর সভাপতি ড. সুধাময় দাস, সহ-সভাপতি এস. এম. আবু হান্নান, মোঃ দুলাল উদ্দিন, মোঃ এরশাদ আলী, প্রাক্তন সভাপতি কমল চক্রবর্তী (ঝুনু), উদীচী কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সদস্য জনাব আজমীর তারেক চৌধুরী, শেরপুর উদীচীর কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব মোশাররফ হোসেন তালুকদার, মাসুম ইবনে শফিক, আবুল কালাম আজাদ, বাচিক শিল্পী বিপুল দাম হৃদয় এবং সংগঠন বিষয়ক সম্পাদক তন্ময় মালাকার প্রমুখ।
দ্বিতীয় পর্বের শুরুতেই আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী বিপুল দাম হৃদয়। পরে গণসংগীত পরিবেশন করেন মোঃ দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।
পরিশেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি ড. সুধাময় দাস উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।