ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে ৫ জন আহত হয়েছে।
এমন দূর্ঘটনাটি ঘটে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা- বরিশাল মহাসড়কে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে।
আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মিনিবাস “মালঞ্চ ক্লাসিক” নামক বাসটি দ্রুত গতিতে ভাংগার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সাইড দিতে গেলে বাসটি প্রাইভেট কার সাথে সামনে অংশ হালকা ধাক্কা লাগে।এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে এই দূর্ঘটনাটি ঘটে। এতে প্রাইভেট কার সামনের অংশ ভেঙে গেছে। এসময় তারা অভিযোগ করে বলেন, ভাংগা থেকে টেকেরহাট পর্যন্ত রাস্তা বাড়ানোর জন্য রাস্তার সাইড থেকে মাটি খুড়ে ফেলা হয়েছে। এত ব্যস্ত সড়কের কাজ খুবই ধীর গতিতে করা হচ্ছে। যার ফলে মাঝেমধ্যেই এখানে দূর্ঘটনা ঘটছে।
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ভাংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।