হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শহীদের স্মরণে উপজেলা শহীদ মিনারে সম্মানের সাথে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন, কালাই থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা শাখা বিএনপি, উপজেলা শাখা বিএনপি মহিলা দল, পৌরসভা, বাংলাদেশ স্কাউট, কালাই পল্লী বিদ্যুৎ সমিতি, কালাই সরকারি মহিলা কলেজ ও কালাই ডিগ্রী কলেজ, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই উপজেলা ল – চেম্বার, কালাই প্রেসক্লাব, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, ওমর কিন্ডার গার্ডেন স্কুল, উপজেলা শাখা যুব গণ অধিকার পরিষদ, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,, কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুল, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এরপর ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে মহান শহীদ দিবস ( ২১ শে ফেব্রুয়ারি) ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি েকমিশনার ভূমি ( কালাই ) ইফতেকার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণচন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আলামিন, উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাজ মিনুল ইসলাম, উপজেলা বিএনপি শাখা যুগ্ম সম্পাদক মওদুদ আলম সরকার, উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ ও সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক উপজেলা ছাত্র প্রতিনিধি তামিম সরকার। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী বৃন্দ, বিএনপি ও জামায়াতের নেত্র বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উক্ত সভার সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে বলেন ভাষার জন্য এদেশের মানুষ বিপ্লব ঘটিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি বিশ্বের ইতিহাসে প্রথম। যারা মাতৃ ভাষার জন্য হাসিমুখে প্রাণ বিলিয়ে দিয়েছেন তারা অমর এবং চিরস্মরণীয়। মায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি?ছেলে হারানো শত েমায়ের অশ্রুর গড়া একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে েেপারি? এরপর তিনি সবাইকে মিলেমিশে দেশকে সুন্দর ভাবে গড়ার করার কথা বলিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন