মোঃমাহাবুবুর রহমান,ঝিনাইদহ কালীগঞ্জ থেকে।
ঝিনাইদহের কালীগঞ্জের কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ স্লোগানে
১৩/০২/২০২৫ ইং বৃহস্পতিবার সকল ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মো:মেহেদী হাসানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব টিপু সুলতান,প্রভাষক গনিত বিভাগ,সরকারি এম এম কলেজ,যশোর ও প্রাক্তন ছাত্র অত্র বিদ্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিকাশ চন্দ্র পাল সহকারী শিক্ষক, কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়।
বক্তব্য রাখেন মো:মশিউর রহমান,প্রধান শিক্ষক, আব্দল লতিফ,সহকারী প্রধান শিক্ষক,জাহাঙ্গগীর আলম,শফি উদ্দিন,বাবলুর রহমান,সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়।
অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন সার্জেন্ট গোলাম রসুল (অব)বাংলাদেশ সেনাবাহিনী,মনোয়ার হোসেন,রবিউল ইসলাম বেল্টু,দেলোয়ার হোসেন,
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেস ইউনিটি কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল কালাম।
অভিভাবক সমাবেশে শিক্ষক, ৮ম,৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তারা বলেন,কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করা সম্ভব হবে। পরে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।