1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
কে এই নিজাম উদ্দিন ইমন? কি বলতে চান বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যেশ্য? - Bikal barta
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:০১|

কে এই নিজাম উদ্দিন ইমন? কি বলতে চান বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যেশ্য?

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, নভেম্বর ২৫, ২০২৪,
  • 140 জন দেখেছেন

 

লাকী আক্তার : সিলেট জেলা প্রতিনিধি>>

বার বার নির্বাচিত পরীক্ষিত, ত্যাগী এবং কারাবন্দী সাবেক মহানগর এর সহ সাধারণ সম্পাদক, ২২ নং ওয়ার্ড এর প্রতিষ্ঠিত সভাপতি নিজাম উদ্দিন ইমন।

২০০৩ সালে সেনাবাহিনীর ক্লিনহার্ট অপারেশনে গ্রেফতার হন তিন জন নেতা, মুজিবুর রহমান নজিম,ইফতেখর আহমদ দিনার এবং নিজাম উদ্দিন ইমন। প্রথম রাতে গ্রেফতার তারপর ওয়ান ইলিভেন এর সময় আবারো গ্রেফতার হন। সরকার দলীয় নেতা কর্মী গড়ার কারিগর এই তিন নেতা।

 

সেনাবাহিনীর ক্লিনহার্ট অপারেশনে ধরে নিয়ে যায়,নির্যাতন শারীরিক

ও মানসিক কষ্ট দেয়, তিন দিন রাখে। তখন এরা জামিনে বের হয়ে আসে। তখন প্রথম নির্বাচনে দাড়ান এবং তার কাছ থেকে নির্যাতন করে জোর পূর্বক সেনাকর্মকর্তারা বন সাইন নেয়। এরপর তিনজন নির্যাতিত নেতাকে তৎকালীন তারেক জিয়া কথা দেন এবং তাদেরকে প্রতিশ্রুতি ও দেন, তাদেরকে মূল্যায়ন করা হবে।

এতো নির্যাতিত, ত্যাগী, কারাবন্দি পরীক্ষিত, তাদেরকে কেন মূল্যায়ন করা হয় না? রহস্য কি?

 

দলের দুর্দিনে মিটিং মিছিলে, রাজপথে এখন কার সুবিধা বাদীদের পাওয়াই যেত না, গা ডাকা দিয়ে চলতেন অথচ আজ এরাই নিজেদের দলের বড় নেতা বলে সমাজে ধাপিয়ে বেড়ায়। ঐসব সুবিধাবাদীরা দলের পিছনের সারিতে থাকার কথা, তারা কেনো সামনের সারিতে! অবাক হলেও সত্য যে,দলের দুঃসময়ে মিথ্যা মামলা হামলায় যারা সীকার হলেন এরা পিছনে রয়েছে।

 

২০০৩ সাল থেকে এখন পর্যন্ত তাদেরকে কোন মূল্যায়ন করা হয়নি, কাদের ইন্দনে, এরা কারা?

তোমাদেরকে মূল্যায়ন করা হবে আশ্বস্ত করেন, দলের কেন্দ্রীয় নেতা-নেত্রী বৃন্দের কাছে প্রশ্ন রইলো?

 

নিজাম উদ্দিন ইমন শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, সামাজিক ও ক্রীড়াঙ্গনে উনি অনেক ভূমিকা রাখেন। গরির দুঃখী মেহনতি মানুষের সমর্থন নিয়ে ২২ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী হন।কিন্তু একদলীয় সুবিধাবাদী ও রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের সীকার হন। তার জন্য নিজাম উদ্দিন ইমন আর নির্বাচন করতে পারেন নি। ওইসব জনবান্ধব ছাত্র নেতাদেরকে কেন বঞ্চিত করা হলো, যুগের পর যুগ যুগ দলীয় সুবিধাবাদীদের কাছে তারা অসহায়।

 

নেতা হওয়ার জন্য রাজনীতি না করে, জনগনের সেবার জন্য রাজনীতি করুন । দেখবেন নেতা হতে না পারলে ও জনগণের ভালোবাসা ও সম্মান পাবেন। নিজাম উদ্দিন ইমন বলেন। তিনি আরো বলেন সততা নিয়ে রাজনীতি করতে বহুত দম লাগে, অনেক তেজ লাগে।

 

তিনি বিশ্বাস করেন উনার নেতা তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চান যে, যথাযথ মূূল্যায়ন পাওয়ার আশাবাদী।বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়, দেশ ও দলের সার্থে ওই সব ত্যাগী ও পরীক্ষিত, তাই সময়ের দাবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুনজর ও সুদৃষ্টি আকর্ষণের আশাবাদী

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!