মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে মধ্যে দিয়ে ২০২১সালের জাতীয় পর্যায়ের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃস্হপতিবার(২১ নভেম্বর) দুপুরে কাউনিয়া কলেজ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল আলম সফি,
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন –
কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য এ্যাড: শাহীন সরকার, কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য এনামুল হক।
সাবেক উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মোকাম্মেল হোসেন, সাবেক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ফজলুল হক সরকার , কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু ফেরদৌস মোহাম্মদ মুহসিন হীরা প্রমুখ।
পরে কাউনিয়া কলজের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অবসরপ্রাপ্ত পর্যন্ত ৪৭ জন শিক্ষক ও কর্মচারীবৃন্দের মাঝে উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।