1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
জকিগঞ্জের কালীগঞ্জে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ,আহত অর্ধশতাধিক। - Bikal barta
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:২৩|

জকিগঞ্জের কালীগঞ্জে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষ,আহত অর্ধশতাধিক।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪,
  • 40 জন দেখেছেন

 আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে: গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলিতে ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি অটোরিকশা (টমটম) চালক কর্তৃক একজন লেবারের গায়ে আঘাত লাগাকে কেন্দ্র করে খাসেরা ও মাতারগ্রাম বাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে রাতে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এতক্ষণে প্রায় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়।জানা যায়, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলির একটি দোকানের সামনে ট্রাক থেকে কিছু লেবার মালামাল নামাচ্ছিল, এমন সময় একটি টমটম গাড়ী এসে মালবহনকারী একজন লেবারের গায়ে ধাক্ষা দেয়। পরে লেবাররা ঐ টমটম চালকের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে টমটম চালককে লেবারগন এখান থেকে বের করে দেন। পরে খাসেরা গ্রামের টমটম চালক তার অন্যান্য সাথিদের নিয়ে এসে মাতারগ্রামের ঐ লেবারসহ কয়েকজনের সাথে মারামারি করে। পরে বাজারের নেতৃস্থানীয়রা রাত ৯ টার মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ সন্ধ্যার পরপরই উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে পাল্টাপাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের লোক ও পথচারি সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত, কয়েকটি গাড়ী ভঙচুর ও দোকানে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাজার কমিটির দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ বসে মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ চৌধুরী, জামায়াত নেতা জুবায়ের আহমদ সহ নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, পরে প্রশাসন ও বাজারের নেতৃবৃন্দের হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে বসে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!