মোঃ সাইফুজ্জামান সুমন স্টাফ রিপোর্টার।
কয়রা খুলনা , ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন দুই নাম্বার ওয়ার্ডের কাটাখালি আবাসন টি বৃষ্টির পানিতে প্লাবিত, আবাসনের পাশে যে নদীটি আছে সে নদীর জোয়ারের পানিতে, প্লাবিত হয়ে ভেসে যাচ্ছে আবাসনের ঘর গুলো।আবাসনের লোকের দাবি দ্রুত রাস্তাটি পাকা রাস্তা করলে। এলাকার মানুষের।
চলাচলের সুবিধা হবে।এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন। অবহেলিত অবস্থায়, পড়ে আছে এলাকার কোন প্রতিনিধি এ রাস্তাটির উপরে আজও পর্যন্ত। সুদৃষ্টি দেইনি নির্বাচন আসলে প্রত্যেকটা প্রতিনিধি মানুষের আশ্বস্ত করে। নির্বাচনের পরে পূর্বের কথাগুলো ভুলে
যায়। এলাকার মানুষের জ্বর দাবি।
দূরত্ব রাস্তাটি পাঁকা করা হোক না হলে মানুষের চলাফেরা করতে অনেক অসুবিধা হবে।