সোহেল রানা স্টাফ রিপোর্টার।। পাইকগাছা উপজেলার, কাটিপাড়া এক নম্বর ওয়ার্ড সুব্রত ভট্টাচার্য্য জমি অবৈধভাবে দখল করা হয়েছে, ঘটনা সূত্রে জানা যায়, গত ৬ই আগস্ট রাতে দুইটার দিকে (২) বাবলুসহ তার দুই ভাই টিন দিয়ে ঘিরে জায়গাটি দখল করে, এলাকাবাসীর বক্তব্য জমিটি,রাতের অন্ধকারে টিন দিয়ে ঘিরে ফেলে বাবলুসহ তার দুই ভাই, এলাকাবাসীর বক্তব্য জমিটি সুব্রত ভট্টাচার্য্যদের, সুব্রত ভট্টাচার্য্য দাবি করেন তার জমির কাগজ পাতি যাবতীয় ডকুমেন্ট তাদের নামে।সুব্রত ভট্টাচার্য ও তার পরিবারের আকুল মিনতি, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানীয় কর্মকর্তারা যেন, তাদের এই জমিটি ফিরিয়ে দিতে সাহায্য সহযোগিতা করেন।।