দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর জন্য করা উন্নয়নের নমুনা এগুলো। । দীর্ঘদিন ধরে এই দক্ষিণ অঞ্চলের মানুষই সকল ভোগান্তি ভোগ করে আসছে ।সিডর ,আইলা দেখেছি, দেখেছি অনেক মানুষ তার সমস্ত সম্বল হারিয়ে কিভাবে পরিবার পরিজন নিয়ে রাস্তায় দিন কাটিয়েছে,অনেক কষ্টের পরে আবার তারা ঘুরে দাড়িয়েছিলেন। এখন আবার এই যে রেমালের ছোবল। আমাদের তিলডাংগা ইউনিয়নের কয়েক জায়গায় রাস্তা ভেঙে নদীর পানি প্রবেশ করেছে। চালনা বাজার তলিয়ে গেছে। পানখালিতেও একই অবস্থা,কামিনী বাসিয়া,পাইকগাছা খুতখালি গ্রাম, দেলুটি,সোলাদানা এসব এলাকায় ও রাস্তা ভেঙে পানি প্রবেশ করেছে বেশ কিছু জায়গায়। দেশে একটু প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে না এই অঞ্চলের মানুষের জলে ভাসতে হয়। যেখানে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এর থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে দক্ষিণ অঞ্চলের মানুষ আজও তার উত্তর খুঁজে বেড়াচ্ছে।