1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২জন মাদক ব্যাবসায়ী গ্রেফতারের। - Bikal barta
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৩|
সংবাদ শিরোনামঃ
ভাঙ্গায় রাতের বেলায় দু’দল গ্ৰামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট   জন্মসনদ দেয়ার অ‌ভি‌যো‌গে তদন্ত অনুষ্ঠিত কয়েকটি বিস্ফোরক মামলার আসামী তবুও বেপরোয়া ডেবিল আহাদ রহস্যজনক ভূমিকা পুলিশের   ধামইরহাটে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি টিন বিতরণ  ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট সিকিৎসক ডাঃ জোবাইদা রহমান। দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত অধস্তন আদালতের কর্মচারীদের কর্মবিরতি: জুডিশিয়াল সার্ভিস স্কেলের দাবিতে আন্দোলন বগুড়ায় একটি গানের কয়েকটি লাইন ফেসবুকে পোস্ট করায় সাংবাদিক গ্রেফতার।  ভাঙ্গায় রাতের বেলায় দু’দল গ্ৰামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আহত-৩০ ঝিনাইদহের কালীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত।

২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২জন মাদক ব্যাবসায়ী গ্রেফতারের।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, মে ১১, ২০২৪,
  • 158 জন দেখেছেন

বিকাল বার্তা ডেক্স:

লালমনিরহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জন, ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন এবং

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী ১. মোছাঃ রাশেদা বেগম ৥ @ রিতা(৪৫), পিতা-মৃতঃ আব্দুল লতিফ, স্বামী/ মোঃ সেলিম মিয়া ,স্থায়ী: (সাং-৩৪/২(এ) গোলাপবাগ) , উপজেলা/থানা- যাত্রাবাড়ী, জেলা –ঢাকা মহানগর, বাংলাদেশ:বর্তমান: সাং-মানিকনগর (ভেনাস টাওয়ার বাবু মিয়ার বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- মুগদা, জেলা- ঢাকা মহানগর বাংলাদেশ ২. মোছাঃ সুলতানা বেগম পলি(৪২), পিতা-মৃতঃ আব্দুল জলিল, স্বামী/মোঃ নাসির উদ্দিন ,স্থায়ী: (৫২/১ উত্তর মানিক নগর) , উপজেলা/থানা- মুগদা, জেলা –ঢাকা মহানগর, বাংলাদেশ:বর্তমান: সাং-উত্তর মানিক নগর (স্বপন ভেন্ডার এর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- মুগদা, জেলা –ঢাকা মহানগর ব্যাক্তিদের হাতে নাতে গ্রেফতার করেন।

 

আরেক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপ্ত কুমার সিং ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট পৌরসভাধীন ৫নং ওয়ার্ড পুটিমারীর দোলা মোঃ মিলন (৩৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ২০পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মজিদুল @ মজিদুল মুহুরী(৫০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত ওজমাতুন্নেসা ,স্থায়ী গ্রাম- দীঘলটারী (ইউপি-দূর্গাপুর, এবং সাং-খুটামারা পূর্ব দোলজোর, ইউপি-সাপ্টিবাড়ী, ) , উপজেলা/থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট, বাংলাদেশ, বর্তমানে-১ (এ/পি সাং-পুটিমারী, ৫নং ওয়ার্ড, লালমনিরহাট পৌরসভা) উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, বাংলাদেশ ২. মোঃ ওয়াশিম রাসেল (২৪), পিতা-মোঃ আব্দুল হাকিম, মাতা-মোছাঃ জয়নব বেগম,স্থায়ী: গ্রাম- ইটাপোতা (মোগলহাট ওয়ার্ড নং-০৫) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।

 

অপর আরেক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামী ১.মোঃ জমশেদ আলী(২৬), পিতা-মৃতঃ দারোক আলী, মাতা-মৃতঃ জোবেদা বেগম ,স্থায়ী: গ্রাম- নাগের খামার (ইউপি-ঘোগাদহ ০১নং ওয়ার্ড) , উপজেলা/থানা- কুড়িগ্রাম সদর, জেলা -কুড়িগ্রামকে হাতে নাতে গ্রেফতার করেন।

 

মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীরদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!