কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে লোটাস হাসপাতাল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অর্নাস এসোসিয়েশনের সভাপতি ডাঃ এ.এফ আমিনুল হক রতন।
শুক্রবার (০৩ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হাসপাতাল রোডের লোটাস হাসপাতালে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শুধু চিকিৎসা নয়, সাধারণ জনগণের সঠিক সেবা দেওয়াটাই হতে হবে লোটাস হাসপাতালে মূখ্য ভুমিকা। অনেকে মনে করেন ছানি বড় না হলে বা নির্দিষ্ট সময় পার না হলে অস্ত্রোপচার করা ঠিক নয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ছানির অস্ত্রোপচার কখন করা প্রয়োজন, সেটি চিকিৎসক রোগীর ছানি পরীক্ষা করে নির্ধারণ করবেন। বেশি দেরি হলে দৃষ্টি হারানোর মতো জটিলতা সৃষ্টি হতে পারে।
বর্তমানে ফ্যাকোমালসিফিকেশন বা ছোট ছিদ্র করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ছানি অপসারণ করে কৃত্রিম লেন্স রোগীর চোখে স্থাপন করা হয়।
কুমারখালী পাইলট সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মদকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামন, কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা সুকল্যাণ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু,উপজেলা মহিলা পরিষদের হোসনে আরা রুবি, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী ঘোষ প্রমুখ।