মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মহাসড়ক পাড়াপাড়ের সময় ট্রাকচাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১লা এপ্রিল) দুপুরের সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকমুরুল পুরাতন মৎস্য আড়ৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঠিক তখনই সেখানকর স্থানীয় লোকজন এসে ট্রাকটি আটক করতে পারেনি। এবং সড়ক দুর্ঘটনার সাথে সাথে ফরিদুল ইসলাম নামে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত ফরিদুল ইসলামের বাড়ি সুজাপুর গ্ৰামে তাহার পিতার নাম মৃত নুরাল সরকার এদিকে মৃত ফরিদুল ইসলামের গ্ৰামে শোকের ছায়া নেমে আসে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ ইসলাম জানান, ফরিদুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। স্থানীয় লোকজনের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই দূর্ঘটনায় জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।