মোঃ গোলাম মোরশেদ
স্টাফ রিপোর্টারঃ দৈনিক বিকাল বার্তা।
বিরাট তাফসিরুল কোরআন ও ঈছালে ছওয়াব মহফিল। তারিখঃ ১৩ এপ্রিল ৩০ চৈত্র রোজঃ শনিবার সময় বাদ আসর হইতে রাত ১২ টা প্রযন্ত।
স্থানঃ বারকান্দ্রী দিঘিপাড়া মাদ্রাসা মাঠ।
সভাপতিত্ব করবেন জনাব, মোঃ সাইফুল ইসলাম, সহসভাপতিত্ব করবেন জনাব, মোঃ নৃরে আলম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জয়পুরহাট ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, মোহাম্মদপুর ইউনিয়নের জনবান্ধন চেয়ারম্যান জনাব, এস এম রবিউল আলম চৌধুরী (পিন্টু), পাঁচবিবি উপজেলার সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবান জানাব, শাহরিয়ার রহমান শৈশব,সাবেক চেয়ারম্যান জনাব, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (সাহিন) সহ আরও অনেকেই।
প্রধান আকর্ষণঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মওলানা মোঃ একরামুল হক, চাঁপাইনবয়াবগঞ্জ।
প্রধান বক্তা ড.হাফেজ মুফতি রেজাউল করিম খান, বগুড়া।
দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, হযরত মওলানা মোঃ আনাস হোসাইন বিন আনছারী, কুষ্টিয়া।
স্টেজ পরিচালনায়ঃ আব্দুল্লাহ আল নোমান ইসলামী বিশ্ব বিদ্যালয় কুষ্টিয়া।
আহবানেঃ হযরত মওলানা মোঃ আব্দুল ওয়াদুদ বিন শরিফ, বারকান্দ্রী দিঘিপাড়া।