ইমরান সরকার স্টাফ রিপোর্টার:-পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান,এএসআই আহসান হাবীব, এএসআই মুকুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ আজ ২৮-০৩-২০২৪ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী থানাধীন।
পলাশবাড়ী পৌরসভার ০১ নং ওয়ার্ডের অন্তগর্ত মহেশপুর মৌজাস্থ জনৈক মোঃ সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে মহাসড়কে ঠাকুরগাঁও জেলা হতে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহি বাস, যাহার রেজি নং-রংপুর-ব-১১-০০১৮, উক্ত বাসটি চেকিং করাকালে বাসের যাত্রী ধৃত আসামী মীর মোঃ সানোয়ার হোসেন (২৭), পিতা-মীর মোঃ আঃ সালাম, মাতা-মৃত ময়না বেগম, সাং-বনোকগ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল এর পায়ের নিচে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৭২ (বাহাত্তর) বোতল এবং একটি নেভী ব্লু রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২৮ (আঠাশ) বোতল সর্ব মোট-(৭২+২৮)= মোট-১০০ (একশত) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান-(১০০X২,৫০০)=২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
উক্ত ব্যক্তির নামে একাধিক মাদক মামলা রয়েছে।মাদক ব্যবসায়ি সানোয়ার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়।