শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্ন ব্ল্যাড ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নকে বাস্তবায়নে, এগিয়ে আসি রক্তদানে এই প্রতিপাদ্য সামনে রেখে (২৭শে মার্চ ২০২৪) বিকেলে বীরগঞ্জ সরকারী কলেজের হলরুমে অসহায় দুস্থ ও এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বপ্ন ব্ল্যাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অসহায় দুস্থ এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রোভারের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশের সভাপতি কবি তাইজুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক কবি ও সংবাদকর্মী শেখ সাইদুল আলম সাজু, রংপুর বিভাগীয় রোভারের মেট প্রতিনিধি মহান্দ রায়, দিনাজপুর সরকারী কলেজের সিনিয়র মেট রাব্বি হোসেনসহ বিভিন্ন ব্ল্যাড ব্যাংক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে স্বপ্ন ব্ল্যাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জাগরণ ব্ল্যাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ নাঈম হোসেন প্রমুখ ইফতারের পূর্বে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম দোয়া পরিচালনা করেন।