(এস,এম, আলতাব হোসেন –বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী” নাহিদ নিউ মার্কেটে”- বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন শাখা কর্তৃক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হামিদ আকন্দ–সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঙ্গাসী ইউনিয়ন শাখা।পবিত্র কুরআন তিলাওয়াত করেন জনাব মোঃ হাফেজ শহিদুল ইসলাম। জনাব আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঙ্গাসী ইউনিয়ন শাখার সঞ্চালনায় চলতে থাকে উক্ত সভা।উপস্থিত সকলের উদ্দেশ্য স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি সাহেব। প্রধান অতিথি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সংগ্রামী বক্তব্য রাখেন জনাব ডাঃ এস,এম,মুনসুর আলী।সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা।তিনি বিশেষ ভাবে জেলে আটক থাকা নেতার নিঃশর্ত মুক্তি চেয়ে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। তা নাহলে আমরাও জেলে থাকতে চাই। নেতাকে জেলে রেখে আমরা বাহিরে থাকতে চাই না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃ মুফতি মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম-সহকারী সেক্রেটারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঙ্গাসী ইউনিয়ন শাখা।আরো পর্যায়ক্রমে বক্তব্য রাখেন জনাব মোঃ আবুবকর সিদ্দিক। সাবেক মেম্বার। ৫নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ নুরে আলম।জনাব মোঃ ফিরোজুর আলম সহ অনেক নেতাকর্মীরা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মরণে অত্যান্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন।সকল শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বিদায়ী শুভেচ্ছামুলক বক্তব্য রাখেন এবং উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত সভাপতি।