স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণা দুর্গাপুর উপজেলায় পাঁচ দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) ১৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট—মণ্ডলীতে এই সভার উদ্বোধন করেন জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুণ কুমার দারিং।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়। এ ছাড়া উত্তরীয় পরানো হয়। পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তারা, বোর্ড ও সোসাইটির প্রধানেরা বক্তব্যে দেন। আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার খ্রিষ্টভক্ত অংশ নেবেন। প্রতিদিন পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এ ছাড়া হিসাব—নিকাশ করা ও কনভেনশন ভবিষ্যতে কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত মেলায় আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ