মোহাম্মদ আলমগীর, স্টাফ রিপোর্টার:
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনার বিএমএ মিলনায়তনে ১৯৭১: গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে ‘একাত্তরের মুক্তিযুদ্ধে চুকনগরের গণহত্যা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। তিনি মহান মুক্তিযুদ্ধে খুলনার চুকনগর গণহত্যাকে একক বৃহত্তম গণহত্যা উল্লেখ করে বলেন, এই দেশে মুক্তিযুদ্ধের সরকার এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই দিনটিকে সরকারীভাবে জাতীয় গণহত্যা দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারের দ্বারাই সম্ভব মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভ করা। সভায় সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা- নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে টেলিভিশনের সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, হুমায়ুন কবীর ববি, অধ্যক্ষ এ বিএম শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবদুস সালাম, মফিদুল ইসলাম, রসু আক্তার, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ ও চুকনগর গণহত্যার দিনে শিশুকন্যা ছিলেন সুন্দরী বালা প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ