জেলা প্রতিনিধি নেত্রকোণা: পুলিশ কারো শত্রু নয় ওরা আমাদেরই ভাই, বোন, বিভিন্নভাবে আত্মীয়তার বন্ধনে জড়িত তবে কেন পুলিশকে জনগণের রোসানলে পরতে হয়েছে? একবারও কি ভেবে দেখেছেন। প্রতিটা পুলিশ সদস্য তাদের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে চলতে হয়। তাহলে কেন পুলিশের এত লাশ, নির্যাতন। বৈষম্যমুক্ত বাংলাদেশ পুলিশ গঠনে ১১ দফা দাবিতে কর্মবিরতি রেখে নেত্রকোণা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পুলিশ সদস্যরা।
৮ আগস্ট বৃহস্পতিবার নেত্রকোণা পুলিশ লাইনসে জেলায় এসআই নাসির উদ্দিন, এসআই সুবেন কুমার নন্দী, সমন্বয়ক মোঃ রাসেদুর রহমান রাসেল সহ সকল কনস্টেবলরা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ চলাকালে বক্তব্য দেয় এসআই নাসির উদ্দিন, এসআই সুবেন কুমার নন্দী। বক্তব্য শেষে সকল পুলিশ সদস্যরা একমত পোষন করে বিভিন্ন স্লোগান ধরে। চাটুকারের জায়গা স্বাধীন দেশে হবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না।
বক্তারা বলেন, ‘স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যানে নিয়োজিত করতে হবে। যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত নতুন একই ড্রেসকোড প্রদান, সব পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, যেসব পুলিশ অফিসারের কারণে পুলিশ সদস্য ও ছাত্র—জনতার মৃত্যু হয়েছে সেসব পুলিশ অফিসারকে গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিসহ ১১ দফা দাবি বাস্তবায়নপূর্বক গেজেট আকারে প্রকাশ করতে হবে। অন্যথায় কর্মবিরতি কর্মসূচি পালন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। বক্তব্য কালে এক পর্যায়ে তাদের চোখ বেয়ে অশ্রম্ন ঝরে। কান্নারত ভাষায় তারা তাদের কষ্টের কথাগুলো সাংবাদিকদের নিকট প্রকাশ করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ