রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ হাইওয়ে পুলিশ মহাসড়কে অটো রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময়, অটোচালক এক পুলিশকে এক কিলোমিটার রাস্তা ঝুলিয়ে নিয়ে গেল।
বুধবার (১৯ই ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
৩ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিক্সার রড ধরে ঝুলে আছেন। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিক্সা থামানোর জন্য, কিন্তু চালক থামাচ্ছেন না। কিছুদূর যাওয়ার পরে সামনে জ্যামে আটকা পড়ে যায় অটো রিক্সা। অটোতে থাকা যাত্রী, স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।
অভিযুক্ত অটো চালকের নাম জনি আহমেদ (২৪), বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির।আর ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম কমল দাস, তিনি মাওনা হাইওয়ে থানায় কর্মরত। নাম প্রকাশে অনিচ্ছুক,নিয়মিত অটোরিকশায় যাতায়াতকারী স্থানীয় এক বাসিন্দা, এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের এই ঘটনার জন্য পুলিশই দায়ী, কারণ যারা মাসিক মাসোহারা না দেয়, তাদেরকেই পুলিশ ধরে আটকিয়ে ৩থেকে৪ হাজার টাকা রেখে তারপর ছেড়ে দেয়।আর যারা মাসোহারা দেয়, তাদেরকে কিছুই বলে না।এক রাস্তায় দৈত আইন কেন?
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, মহাসড়ক থেকে অবৈধ অটো রিক্সা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই আজকের এই ঘটনা।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।#