বিকাল বার্তা প্রতিবেদক>>
হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ট্রাকের ভেতর থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে বালুভর্তি ট্রাকটি আটক করে বিজিবি। পরে ট্রাকের বালু সরিয়ে কয়েকটি বস্তাভর্তি অবস্থায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাপড় ও কসমেটিকস বের করা হয়। তবে এসব মালামাল পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর এলাকা দিয়ে বালুভর্তি ট্রাকে করে ভারতীয় চোরাই পণ্য যাচ্ছে। এরই প্রেক্ষিতে বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে বালুবোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি করা হয়। পরে বালুর নিচে লুকানো অবস্থায় ১৯০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্রিম আটক করতে সক্ষম হয়। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য তিন কোটি পঞ্চাশ লাখ টাকা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ