মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার আঘাতে চাচা আমজাদ হোসেন(৫৫) হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে র্যাব তাকে কাউনিয়া থানায় হস্তান্তর করে।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে আমজাদ হোসেনের হত্যা মামলার এজাহারভূক্ত এক নম্বর আসামি।
এর আগে গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলন করতে গেলে বাধাঁ দেন চাচা আমজাদ হোসেন।বিষয়টি নিয়ে উভয়পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ইসলামের মারপিঠে চাচা আমজাদ হোসেন ঘটনাস্থলেই গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাত ৩টার দিকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে রায়হান আলী বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ জানান, বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় নিহত আমজাদ হোসেন হত্যা মামলায় প্রধান আসামি শহিদুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সাভার বিশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার থানায় হস্তান্তর করে র্যাব
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এ মামলায় এজাহারভূক্ত আরেক আসামি গোলাপি বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ