জসিম হোসেন ক্রাইম রির্পোটার। ঝিনাইদহের কালীগজ্ঞে সরকারী মাহতাব উদ্দিন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে নির্বাচনী পরীক্ষা চলাকালীন একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মোটরসাইকেলে করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে কলেজ ছাত্রদল। পরে তারা ওই শিক্ষার্থীকে তার অভিভাবকের কাছে রেখে কলেজে ফিরে আসে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১২:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, মোঃ হারুন অর রশিদ রাজা ও যুগ্ম আহবায়ক, ডি এফ ইফতি জাহান মোটরসাইকেলে করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসা শেষে বাসায় গেছেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ডি এফ ইফতি জাহান