*জুলাই আন্দোলনে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
নরসিংদী থেকে আব্দুস সালাম:
নরসিংদী শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনে আহত ‘সি’ ক্যাটাগরির সাংবাদিক ও যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৫ জুলাই সকাল ১০টায় একাডেমিতে এ অনুদান বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার প্রশাসক (সার্বিক) তাহের মোঃ সামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ ভূঁইয়া এবং নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম।
জানা যায়, জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক সাংবাদিক গুরুতর আহত হন। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারিভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই উদ্যোগকে আহত সাংবাদিকরা স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এই ধরণের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। নরসিংদীতে ৪১৫ জন সহায়তা হয়েছে ।