বিশেষ প্রতিনিধি
আব্দুস সালাম মিন্টু: সোনারগাঁয়ে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) উপজেলার নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার চাইলাউ মারমা।
আটককৃতরা হলো সোনারগাঁও উপজেলার নানাখী এলাকার মৃত রোস্তম আলীর ছেলে আঃ রহমান (৫২), একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মোঃ বাবুল (৬০)
পুলিশ জানায়, রবিবার বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সোনারগাঁও থানার এসআই (নিঃ) মেহেদী হাসান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোনারগাঁও নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠে সামীরা জালটাকাসহ অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২জন আসামীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা গোলাপী রঙের একটি লাগেজ থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, আসামী মোঃ বাবুলের মেয়ের জামাই মোঃ সাহাবুদ্দিন জালনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদের নিকট সরবরাহ করেন। আসামীরা বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। জালনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ/কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী সাহবুদ্দিনের বিরুদ্ধে জালনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। সোনারগাঁও থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া ধৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মারামারির মামলা রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ