স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণকে সক্রিয় সমর্থন প্রদান করা হয়েছে। সোমবার (৬ মে) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেষ্টুরেন্ট এর দুতালায় এই মিলন মেলার আয়োজন করা হয়। সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আবু তারেকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতা আব্দুল হাই পীর,এবিএম ফজলুল করিম,ড.খায়রুল কবির রুমেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,এডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সাংস্কৃতিক সংগঠক প্রদীপ পাল নিতাই,এডভোকেট আজাদুর রহমান রুমান,এডভোকেট হারুন অর রশীদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব,সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল,৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ চৌধুরী, ছাত্রলীগ নেতা রিংকু চৌধুরী,শাহ মোঃ মহসীন ও মীর্জা রাকিব সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,বিভিন্ন সময় নির্বাচন আসে আর যায়। অনেকেই উড়ে এসে জুড়ে বসে ক্ষমতাও লাভ করে কিন্তু কখনই কেউ ছাত্রলীগকে ডাকার প্রয়োজন মনে করেনা। এই অবস্থায় জেলা আওয়ামী লীগ,জেলা যুবলীগসহ সকল অ্গং সংগঠনের মূল নেতৃত্ব থেকে মূলধারার ছাত্রলীগকে বঞ্চিত করে হাইব্রীডদের রাজত্ব কায়েম করা হচ্ছে সুনামগঞ্জে। তাই আগামী দিনের রাজনীতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী স্মরণকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে চাই। সভায় স্বাগত বক্তার বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী স্মরণ সকলের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ছাত্রলীগসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে সকলের ভালবাসায় সুনামগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ