বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জ সদর উপজেলায় লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে নূন্যতম প্রাথমিক পরিসেবা প্যাকেজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮(জুলাই) সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে নূন্যতম প্রাথমিক পরিসেবা প্যাকেজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পরিবার পরিকল্পনা বিভাগের ২৬ জন কর্মী।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ সুনামগঞ্জ এর উপ-পরিচালক সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বিশ্বজিৎ কুমার চক্রবর্তী, এমওএমসিএইচ (এফপি), ডাঃ সাবিহা হোসাইন।
উপস্থিত ছিলেন এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, ইউনিয়ন মোবিলাইজার মুরাদ আল হোসেন প্রমুখ।