নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যবসায়ী বিজয় রায়ের এর উপর সন্ত্রাসীদের হামলা এবং দোকানে রক্ষিত নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪/০৩/২০২১ইং তারিখে জগন্নাথপুর বাজারের দ্বীপ সুপার শপ নামক দোকানে এসে আকস্মিকভাবে একদল সন্ত্রাসী হামলা করে। এই হামলায় দোকানের কর্ণধার বিজয় রায় গুরুতর আহত হন ও সন্ত্রাসীরা বিজয় রায় কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এসময় প্রচুর রক্তক্ষরণ হয়, বিশেষ করে বিজয় রায় এর ডান হাতে বেশি যখম করা হয়। এছাড়াও বিজয় রায় এর দোকানের ক্যাশ কাউন্টার থেকে নগদ প্রায় ৫ লক্ষ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বিজয় রায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরের স্থায়ী ব্যবসায়ী। তাহার পিতা মৃত :সতেন্দ্র রায়, মাতা-চঞ্চলা রানী রায়।
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয় রায় জ্ঞান হারিয়ে ফেলেন। এসময়
আশ পাশ দোকানের কয়েকজন ব্যবসায়ী বিজয় রায়কে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান হাসপাতালের বেডে শুয়ে আছেন।
এননকি টাকা পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার পরেও সন্ত্রাসীরা বিজয় রায়কে প্রাণনাশের হুমকি দিচ্ছে , এমতা অবস্থায় বিজয় রায় এর প্রাণের নিরাপত্তা হীনতায় ভুগছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ